Khabar Samay Bangla Blog রাজনীতি Strike : বনধ ঘিরে দু’পক্ষের বচসা , হাতাহাতি
রাজনীতি

Strike : বনধ ঘিরে দু’পক্ষের বচসা , হাতাহাতি

শিলিগুড়ি , ৯ জুলাই : বনধকে ঘিরে উত্তেজনা ছড়াল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড় এ এশিয়ান হাইওয়েতে ।

বনধকে ঘিরে যান চলাচল বন্ধ করতে চাইলে শাসক দলের শ্রমিক সংগঠনের সঙ্গে শুরু হয় বচসা । নকশালবাড়ির সাতভাইয়া এশিয়ান হাইওয়েতে বনধ সমর্থনকারীরা বলপূর্বক স্লোগান করে রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয় । পরবর্তী সেখানে উপস্থিত হয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। আইএনটি টিউসি কর্মী সমর্থকরা।

তারা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে । রাস্তায় আটকোনো যানবাহন স্বাভাবিক করে । যা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা ও হাতাহাতি ।

বনধ সমর্থনকারীদের অভিযোগ , পুলিশের উপস্থিতিতে আইএনটিটিউসি কর্মীরা তাদের ওপর চড়াও হয় । মারধর করা হয় তাদেরকে । ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version