Khabar Samay Bangla Blog ঘটনা Strike : ভারত বনধে উত্তেজনার ছবি শহর জুড়ে
ঘটনা

Strike : ভারত বনধে উত্তেজনার ছবি শহর জুড়ে

শিলিগুড়ি , ৯ জুলাই : শিলিগুড়িতে বনধ সমর্থন ও বিরোধিতাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনার চিত্র দেখা গেল হিলকার্ট রোড সহ একাধিক এলাকায়। এদিন বনধের সমর্থনে পথে নামে সিটু , এআইটিইউসি , এসএফআই সহ কংগ্রেস সমর্থকরা। পাল্টা বনধের বিরোধিতা করে মিছিল করে আইএনটিটিইউসি ।

বনধের সমর্থনে যারা মিছিল করছিল তারা বিভিন্ন সরকারি বাস থামিয়ে কার্যত অচলাবস্থার সৃষ্টি করছিল । স্থানীয় সূত্রে জানা গেছে , বেশ কিছু জায়গায় গাড়ি ও রিকশা জোরপূর্বক থামানোর চেষ্টা করা হয় বনধ সমর্থনকারীদের পক্ষে ।

পরিস্থিতি সামাল দিতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে দিনভর নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version