শিলিগুড়ি , ৯ জুলাই : শিলিগুড়িতে একটি মোবাইলের দোকানে আগুন । পুড়ে গেল লক্ষ টাকার মোবাইল এবং মোবাইলের নানান যন্ত্রাংশ ও সামগ্রী ।
শিলিগুড়ি বিধান মার্কেট সংলগ্ন ঋষি অরবিন্দ রোডে একটি মোবাইলের দোকানে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ আগুন লাগে । বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। আজ ট্রেড ইউনিয়নের ডাকে চলছে বনধ , আর সেই কারণে ঋষি অরবিন্দ রোডের সমস্ত দোকানপাট বন্ধ ছিল এদিন ।
স্থানীয়রাই খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগকে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ।
এরপর আরেকটি দমকল ঘটনাস্থলে আসে । পাশাপাশি প্রচুর দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে।
ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ।
বিষয়টি খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ ।
স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ জানিয়েছেন , আজ দোকানপাট বন্ধ ছিল | সেই কারণেই ভয়াবহতা । অপরদিকে ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে , কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে ।