শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামছে এবার দার্জিলিং জেলা সিপিআইএম । আগামী ১০ সেপ্টেম্বর শিলিগুড়ি পুরনিগমের সামনে অবস্থান বিক্ষোভ করবে বাম দল । বুধবার জেলা দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির কথা জানান জেলা সিপিআইএমের সাধারণ সম্পাদক সমন পাঠক ।
শিলিগুড়ি পুরনিগমের বাম পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম অভিযোগ করে বলেন , মেয়র গৌতম দেব মুখে উন্নয়নের দাবি করলেও বাস্তবে শহরে কোনও উন্নয়ন হয়নি। সরকারি সব কাগজপত্র থাকা সত্ত্বেও সেবক রোডে অবস্থিত প্রায় ১০ কোটি টাকার পুরনিগমের জমি এক ব্যক্তিকে দেওয়ার চেষ্টা চলছে । যদিও জমিটি বর্তমানে বিচারাধীন , তবুও মেয়র পুর দপ্তরকে চিঠি দিয়ে সমঝোতার আবেদন জানিয়েছেন।
নুরুল ইসলাম আরও অভিযোগ করেন , শুধু এই জমিই নয় , বর্তমান বোর্ডের আমলে একাধিক জমি বেদখল হয়েছে , যেখানে পুরনিগমের কিছু কর্মী এবং ভূমি রাজস্ব দপ্তরের লোকজন জড়িত । পাশাপাশি শহর জুড়ে অবৈধ নির্মাণ ও জমি বেদখলের ঘটনাও বেড়ে চলেছে । এসব ইস্যুকেই সামনে রেখে আন্দোলনের পথে নামতে চলেছে সিপিআইএম ।