Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Demand : একাধিক দাবিতে অনশনে সামিল লোকো পাইলট সংগঠন
উত্তরবঙ্গ ঘটনা

Demand : একাধিক দাবিতে অনশনে সামিল লোকো পাইলট সংগঠন

শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : একাধিক দাবিকে সামনে রেখে অনশনে সামিল লোকো পাইলট সংগঠন ।

টানা ৩৬ ঘন্টা অনশন , দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি এনজেপি শাখার লোকো পাইলটদের ।
দীর্ঘদিন থেকে বঞ্চনা করা হচ্ছে লোকো পাইলটদের এমন অভিযোগকে সামনে রেখে ১৫ দফা দাবি আদায়ে বৃহস্পতিবার এনজেপি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে লোকো পাইলট সংগঠনের এনজেপি শাখার পক্ষ থেকে অনশনে কর্মসূচি গ্রহন করা হয় ।


সংগঠনের পক্ষ থেকে সহ সম্পাদক সুধীর কুমার জানান , রেল দপ্তর দীর্ঘদিন থেকেই ডি এ নিয়ে টালবাহানা করছে । শুধু তাই নয় , চালকদের নজরদারি করার জন্য ক্যামেরা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে , তাতে মহিলা চালকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।

পাশাপাশি লোকো পাইলটদের দিয়ে সময়ের অধিক কাজ করানো হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক । অবিলম্বে যদি তাদের দাবির প্রতি রেল সহানুভূতির সঙ্গে না দেখে , তাহলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা বলে জানান তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version