শিলিগুড়ি , ২৪ মে : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ছাত্রীর মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচি এবিভিপি এর |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা শিক্ষার্থী ববিতা দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গত এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর । ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালের ধর্ণা কর্মসূচি শুরু করল এবিভিপি।
এদিন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত ও গ্রেফতারের দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিবমন্দিরের মাস্টারপাড়ায় নিজের ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গবেষিকা শিক্ষার্থী ববিতা দত্তের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জড়তা ও টাকা নিয়ে ধামাচাপা দিচ্ছে বলে কটাক্ষ করার পাশাপাশি পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারছেনা বলে তিনি জানান।
ঘটনায় ইতিমধ্যে রাজ্যপালকে অভিযোগের পর আগামী দিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানান মৃতের মা। তিনি বলেন তিনবার অভিযুক্ত আমাদের বাড়ি গিয়েছিল। কড়া শাস্তির দাবি জানান তিনি।