মালদা , ৫ ফেব্রুয়ারী : কলকাতায় বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু । আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার । আর এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া মালদা শহরে । কারণ গুলিবিদ্ধ বিচারকের দেহরক্ষী গোপাল কুমারের আদি বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায় ।
তিনি ছোটো থেকেই পরিবারের সঙ্গে উত্তর কৃষ্ণপল্লী এলাকাতেই বড় হয়েছিলেন । তাই তার আকস্মিক মৃত্যুর খবরে এদিন শোকের ছায়া নেমে আসে উত্তর কৃষ্ণপল্লী এলাকায় । গোপাল কুমারের বুধবার সকালে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয় কলকাতার সিটি সিভিল আদালত চত্বরে । প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে তিনি তার সার্ভিস রিলভবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন । তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
মৃত গোপাল কুমার বর্তমানে উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়া এলাকায় বসবাস করতেন । তবে তার আদিবাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লী এলাকায় । তিনি ২০১৭ সালে পরিবার নিয়ে বেলঘরিয়া যান। এরপর থেকে সেখানেই তিনি বসবাস করছিলেন । তবে মালদায় না থাকলেও , মালদায় তার অনেক আত্মীয় স্বজন রয়েছেন। তাই বুধবার তার আকস্মিক মৃত্যুতে এদিন শোকের ছায়া নেমে আসে মালদা শহরের উত্তর কৃষপল্লী এলাকায় ।