December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : মহিলারা মদ বিক্রি করছিল বাড়িতেই , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২০ নভেম্বর : রমরমিয়ে বাড়িতেই চলছিল মদের কারবার । সকাল থেকে রাত ক্রেতারা আসছিলেন , আর মদ কিনে নিয়ে যাচ্ছিলেন । রমরমিয়ে ব্যবসা করে যাচ্ছিল দুই মহিলা ।

পুলিশের কাছে বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল । মদ্যপান নিয়ে এলাকাতে মাঝেমধ্যে অশান্তিও চলছিল ।

অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ । শিলিগুড়ি টিকিয়াপাড়ার ওই দুই মদ বিক্রেতা মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে প্রচুর মদ ।

ধৃত কিরণ সাহাণী এবং শান্তি সাহানি দীর্ঘদিন ধরে এলাকায় মদের ব্যবসা করে আসছিল । বুধবার ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ । ধৃত দুই মহিলার বাড়ি থেকে প্রচুর পরিমাণ দেশি এবং বিদেশী মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *