শিলিগুড়ি , ১৬ মে : অসমে পাচারের আগে ২৩ টি মহিষ সহ দু’জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত দু’জনকে তোলা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে । গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে ফাঁসিদেওয়া থানার পুলিশ ফাঁসিদেওয়ার এমডি বক্স এলাকায় একটি ছয় চাকা লরিকে আটক করে তল্লাশি চালানোর পর উদ্ধার ২৩ টি মহিষ ।
চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । অবশেষে ফাঁসিদেওয়া থানার পুলিশ গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে । গাড়িতে থাকা ২৩ টি মহিষকে সরকারি খোয়ারে পাঠানো হয়েছে । মহিষগুলিকে অসমের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল । তবে এই ঘটনায় স্থানীয় কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত চালক নাম শচীন যাদব বিহারের বাসিন্দা এবং সহকারী চালক সুবল লাল কর্মকার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকার বাসিন্দা। আজ ধৃত দু’জনকেই শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।