December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Rice : দুটি চাল বোঝাই পিকআপ ভ্যান আটক , গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২১ নভেম্বর : গোপন সূত্রে খবরের ভিত্তিতে দুটি চাল বোঝাই পিকআপ ভ্যান আটক করল ফাঁসিদেওয়া থানার পুলিশ । গতকাল গভীর রাতে সেই চাল পাচার করা হচ্ছিল । খবর পাওয়া মাত্রই ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস ২৭ নম্বর জাতীয় সড়কে গোয়ালটুলি মোড় এলাকায় পিকআপ ভ্যান দুটিকে আটক করে পুলিশ ।

চালকের কাছে চালের বৈধ কাগজ ছিল না । সেগুলিকে আটক করে নিয়ে আসা হয় এবং বাজেয়াপ্ত করা হয় দুটি পিকআপ ভ্যান । দুটি পিকআপ ভ্যান থেকে প্রায় ৬৬ কুইন্টাল চাল উদ্ধার হয় ।

ধৃত চালকদের নাম হজরত মোরতাজ ও মোঃ আমির | ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এই চাল গুলি কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল এর পিছনে আরও কারা কারা রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ । সরকারি রেশনের চাল কিনা তাও খতিয়ে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *