September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Bidhan nagar thana : মহিষ পাচারের অভিযোগে গ্রেপ্তার ২

শিলিগুড়ি , ২৫ মে : মুরলিগঞ্জ চেকপোস্টে অভিযান চালিয়ে বিধান নগর পুলিশ গ্রেপ্তার করল দু’জনকে | এই অভিযানে একটি কন্টেনার বাজেয়াপ্ত করে পুলিশ | কন্টেনারে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ ।

ধৃতদের নাম আমিন (২৫) ও আবদুল্লা (৪৫) । দু’জনেই উত্তর প্রদেশের বাসিন্দা। বিধাননগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই কন্টেনার থেকে মোট ২৬ টি মহিষ উদ্ধার হয়েছে । উদ্ধার হাওয়া মহিষ বিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *