শিলিগুড়ি , ১৮ এপ্রিল : খোদ পুলিশ কর্মীর বাড়িতেই চুরির কর্মকাণ্ড ঘটিয়েছিল চোরের দল। ঘটনার পরপরই শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল শহরবাসীর মধ্যে।
মার্চ মাসের ২২ তারিখ ঘটনাটি ঘটেছিল বাড়িভাষা নিবাসী স্বপন কুমার চন্দন নামে এক পুলিশ কর্মীর বাড়িতে ।
বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরির কান্ড ঘটায় । নগদ ২০ হাজার টাকা ও রূপোর অলংকার চুরি করে চম্পট দেয় তারা । ঘটনার পরপরই ২৩ মার্চ এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই পুলিশ কর্মী । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ১৭ এপ্রিল রাতে মাদানি বাজার বাঁশবাড়ি নিবাসী সুজন রায় ও মানিক সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া নগদ ৬ হাজার ৩৭০ টাকা।
রূপার অলংকার ও বাকি টাকার খোঁজ শুরু করেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ । শুক্রবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।