শিলিগুড়ি , ৩ এপ্রিল : দুটি হাতির দাঁত সহ দুই জনকে গ্রেপ্তার করল বন বনদপ্তর । বুধবার ধৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে । বন দপ্তরের লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের ঝাঝাঙ্গি সংলগ্ন এলাকায় স্কুটিতে থাকা দুই জনকে আটক করেন আধিকারিকরা । এরপর তাদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুটি হাতির দাঁত ।
যার একটির ওজন ২.৭ কেজি এবং আরেকটির ২.৬ কেজি । মূলত পাচারের উদ্দেশ্যেই এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলেই অনুমান । বন দপ্তর সূত্রে জানা গিয়েছে , ধৃত দুই জনের নাম ওয়াংডি (৫৭) এবং ইয়াসকা ডুকপা (২৬)। এদের একজনের বাড়ি ভুটানে এবং আরেকজনের আলিপুরদুয়ারের বক্সাদুয়ারে।
ধৃত দুইজনকে বুধবার আদালতে তোলা হয় এবং বিষয়টি তদন্ত করে দেখছে বন দপ্তর ।
এই বিষয়ে বুধবার বন আধিকারিক (ওয়াইল্ড লাইফ) জয়ন্ত মন্ডল সাংবাদিক বৈঠক করেন । তিনি বলেন ,” পাচারের উদ্দেশ্যে দুই জন হাতির দাঁত নিয়ে যাচ্ছিলেন | সেই সময় ঝাঝাঙ্গি এলাকায় তাদের গ্রেপ্তার করা হয় । ঘটনার তদন্ত চলছে।”