September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : টোটো চুরির ঘটনায় অভিযুক্ত ২ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২ জুন : টোটো চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ | ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় এদিন ।

ধৃতদের নাম টিঙ্কু বর্মন এবং গণেশ ঝা । দু’জনই এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চানন কলোনির বাসিন্দা । উল্লেখ্য , প্রধাননগর থানার অন্তর্গত এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছিল।দুষ্কৃতিরা বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি করে খুব সহজেই ফেরার হয়ে যেত। গত ২৭ মে জংশনের কাছে একটি টোটো চুরি হয় । এই ঘটনার অভিযোগ করা হয় প্রধাননগর থানায় । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বৃহস্পতিবার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ড থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে , গণেশ ঝা টোটো চুরি চক্রের মাস্টার মাউন্ড । ধৃত দু’জনকে শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে । ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *