September 18, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : চুরির অভিযোগে অভিযুক্তদের জুতোর মালা পড়িয়ে থানায় স্থানীয়রা

শিলিগুড়ি , ২৪ জুন : চুরির অভিযোগে দুই অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা | অভিযুক্তদের জুতোর মালা পড়িয়ে মিছিল করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা |

টুনবাড়ি চা বাগান এলাকায় দুই অভিযুক্তকে জুতোর মালা পড়িয়ে মিছিল করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ।
অভিযুক্তদের নাম , যোগেশ মানকি মুন্ডা (২৬) এবং আকাশ মুন্ডা (২৩) | তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ উঠে আসছিল । আজ সকালে , স্থানীয়রা তাদেরকে একটি বাড়ি থেকে চুরি করার সময় হাতেনাতে ধরে ফেলে ।

এরপর ক্ষুব্ধ জনতা তাদেরকে জুতোর মালা পড়িয়ে মিছিল করে জাতীয় সড়ক ধরে মাল থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *