Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Safari Park : বেঙ্গল সাফারিতে থাকা তিনটি রয়্যাল শাবকের মৃত্যু
উত্তরবঙ্গ ঘটনা

Safari Park : বেঙ্গল সাফারিতে থাকা তিনটি রয়্যাল শাবকের মৃত্যু

শিলিগুড়ি , ৭ ডিসেম্বর : বেঙ্গল সাফারিতে থাকা তিনটি রয়্যাল শাবকের মৃত্যু হল | মায়ের কামড়ে মৃত্যু হল তিন রয়্যাল শাবকের এমনটাই দাবি সাফারি কর্তৃপক্ষের । ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দপ্তরে ।

ঘটনা প্রসঙ্গে কিছু বলতে নারাজ পার্ক কর্তৃপক্ষ। গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয় । শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ । কিন্তু নাইট শেল্টারেই দু’দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা ।

তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায় এর জেরে | তিনটের মধ্যে দুটো শাবকের মৃত্যু হয় | অন্যটিকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version