Khabar Samay Bangla Blog জীবনধারা Health : কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা শিবির
জীবনধারা

Health : কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা শিবির

শিলিগুড়ি , ৭ ডিসেম্বর : পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এবং “হিন্দুস্তান একান্নবর্তী” এর সহযোগিতায় “কিশোরী গর্ভাবস্থার বিষয়ে সচেতনতা” “মেয়ে বাঁচাও” শিবিরের আয়োজন করা হয় । জেলার ফাঁসিদেওয়ার ব্লকের হাসখোয়া অঞ্চলের কাঁদোপানি মাঠে অনুষ্ঠিত হয় এই শিবির । এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ,মেয়র গৌতম দেব , জেলা শাসক প্রীতি গোয়েল , দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক সহ আশা কর্মীরা ।

শিলিগুড়ি মহকুমার তিনটি ব্লকের খড়িবাড়ি নকশালবাড়ি ফাঁসিদেওয়া সমস্ত চা বাগানের আদিবাসী সম্প্রদায়ের মা-বোনেরা উপস্থিত হয়েছিলেন । এদিন আদিবাসীদের উদ্বোধনী নৃত্যে পায়ে পা মেলান মন্ত্রী সহ জেলাশাসক ও সহ-সভাপতি |

অন্যদিকে টিভি রোগে আক্রান্তদের খাদ্য সামগ্রী তুলে দেন মন্ত্রী । চারটি চা বাগানের ৩০০ জন মহিলার হাতে রান্নার বাসনপত্র তুলে দেওয়া হয় হিন্দুস্তান একান্নবর্তী পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version