Khabar Samay Bangla Blog ঘটনা Death : ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু
ঘটনা

Death : ডেঙ্গু আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

শিলিগুড়ি , ২২ জুলাই : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু কিশোরীর ।পরিবার এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে , মৃতার নাম জায়না খাতুন । পুরনিগম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের স্বামীনগরের বাসিন্দা ছিল সে । বেশকিছুদিন থেকে জ্বরে ভুগছিল সে । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে নার্সিংহোমে ভর্তি করানো হয় । তার আগে ডেঙ্গি এনএস-১ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে ।

নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে , ভর্তির সময় রোগীর রক্তের প্লেটলেট নেমে গিয়েছিল ১০ হাজারের নীচে । এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে । শহরে এ বছর ডেঙ্গিতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ।
পুরনিগম দাবি করেছে , এ বছর এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ৩০ জন । তবে অনেকে দাবি করেছে অনেক ক্ষেত্রে পরীক্ষা করা হচ্ছে না । তাই জ্বর এলেই চিকিৎসকের পরামর্শে ডেঙ্গি পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষে |

অন্যদিকে , মৃত কিশোরীর প্রতিবেশীদের দাবি তাদের এলাকা নিয়মিত পরিস্কার হয় না | মৃতার বাড়ির সামনে আবর্জনার স্তুপ জমে থাকে । সেখানে প্লাস্টিকের পাত্রে জল ও জমে থাকে বলে অভিযোগ । শহরের ৫ ও ৪৬ নম্বরের মতো ওয়ার্ডে একাধিক সংক্রমণ মিলেছে । শহর লাগোয়া মাটিগাড়াতেও সংক্রমণ খবর মিলছে । রবিবার পর্যন্ত ৪৬ জনের দেহে ডেঙ্গু সক্রমণ মিলেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version