Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Health : মেডিকেলের পরিকাঠামো উন্নয়নে আশ্বাস
উত্তরবঙ্গ ঘটনা

Health : মেডিকেলের পরিকাঠামো উন্নয়নে আশ্বাস

শিলিগুড়ি , ৭ ডিসেম্বর : চিকিৎসার পাশাপাশি পরিকাঠামো একপ্রকার ভেঙ্গে পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এমন অভিযোগ উঠে আসছিল বারবার । অব্যবস্থা নিয়ে রোগী ও পরিজনরা সরব হলেও হয়নি সুরাহা ।

বর্তমানে শুধু চিকিৎসকই নয় রয়েছে স্ট্রেচার , ট্রলি ও কর্মীর অভাব । ভাঙ্গা স্ট্রেচার বা ট্রলিতে রোগীদের টেনে নেওয়ার চিত্র রোজের । কিছু রোগীকে স্ট্রেচারের অভাবে হেঁটেই ওয়ার্ডে নিয়ে যান রোগির পরিজনরা । মাথা ব্যাথা নেই উর্দ্ধতনের |

তবে দ্রুত অব্যবস্থার সমাধান করা হবে এমনটাই জানিয়েছেন , উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব । তিনি জানান সমস্ত বিষয় খতিয়ে দেখে সুরাহা করা হবে । ট্রলি ও স্ট্রেচারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি যে সমস্ত কর্মী নিজেদের কাজ ফাঁকি দিয়ে রোগীদের দিয়ে স্ট্রেচার ও ট্রলি টানার কাজ করাচ্ছে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version