October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Court : ট্রাক থেকে তেল চুরির অভিযোগে গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ৩০ জানুয়ারী : গতকাল গভীর রাতে ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে তেল চুরি করছিল বেশ কয়েকজন । এরপরেই পুলিশের কাছে খবর আসতেই তীর্থ রায়ের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ ।

ঘোষপুকুর ফুলবাড়ি ৩১ নম্বর জাতীয় সড়কের গোয়ালটুলি মোড় এলাকার ঘটনা । একটি চারচাকা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ভেতরের গাড়ির ভেতর থেকে বেশ কিছু তেলের ড্রাম, পাইপ,লোয়ার রোড ,সহ বেশ কিছু সামগ্রী এবং ডিজেল উদ্ধার হয়।

ধৃতদের নাম বিক্রমলাল ফুলেরিয়া , পিটুলাল ফুলেশিয়া ও জুলাল ফুলেশিয়া। ধৃতরা সকলের মধ্য প্রদেশের বাসিন্দা । ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ । শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় আজ ধৃতদের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *