September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Theft : চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার ৩

শিলিগুড়ি , ২৬ ডিসেম্বর : শিলিগুড়ি মাটিগাড়া থানার অন্তর্গত নাগারু জোত্ এলাকার একটি বাড়িতে চুরির ঘটনার তদন্তে নেমে মোট তিন জনকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ । নাগারু জোত্ এলাকার এক বাসিন্দা রঘুনাথ দত্ত বেশ কিছুদিনের জন্য তার বাড়ি ফাঁকা রেখে বাইরে গিয়েছিলেন ।

২৪ তারিখ তিনি বাড়ি ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরি হয়েছে বাড়ির বেশ কিছু সামগ্রী । ২৫ তারিখ মাটিগাড়া থানায় চুরি সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন তিনি ।

ঘটনার তদন্তে নেমে গতকালও অপার্থিব রায় ও হিতেশ সিংহ নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ | তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় চুরি যাওয়া সামগ্রীর উত্তম বর্মন নামে একজনকে তারা বিক্রি করেছে একইভাবে উত্তমকেও গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *