শিলিগুড়ি , ১৯ ডিসেম্বর : শহর জুড়ে একের পর এক চুরি হচ্ছিল টোটো । চলতি মাসের ১২ তারিখ এক মহিলা নিজের টোটো চুরি হওয়ার লিখিত অভিযোগ করে শিলিগুড়ি থানায় । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রকে কাজে লাগিয়ে শিলিগুড়ি জলেশ্বরী বাজার থেকে গ্রেপ্তার করে অভিযুক্ত আবির গুহকে ।
পরবর্তীতে আবিরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার আরও দুই সাগরেদ রয়েছে | এরপর ময়নাগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় আরও দুই অভিযুক্ত শ্যামল রায় ও প্রসেনজিত রায়কে । তাদের হেফাজত থেকে উদ্ধার হয় সাতটি টোটো ।
জানা গেছে টোটো চুরির মূল মাথা ছিল আবির গুহ , শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকা থেকে নম্বরবিহীন টোটো চুরি করে শহর শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে দিত ৩০-৪০ হাজার টাকার বিনিময়ে । শহর জুড়ে চুরি যাওয়া সাতটি টোটো ময়নাগুড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
আজ শিলিগুড়ি থানা পুলিশের পক্ষ থেকে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় রিমান্ডে আর্জি জানিয়ে। পুলিশের অনুমান ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করলে উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে আরও কিছু চুরি যাওয়া টোটো ।