Khabar Samay Bangla Blog অপরাধ Theft : মালিকের স্কুটার নিয়ে পলাতক কর্মী গ্রেপ্তার
অপরাধ ঘটনা

Theft : মালিকের স্কুটার নিয়ে পলাতক কর্মী গ্রেপ্তার


শিলিগুড়ি , ১৭ সেপ্টেম্বর :
মালিকের স্কুটার নিয়ে পলাতক কর্মী | গ্রেপ্তার স্কুটার নিয়ে পালিয়ে যাওয়া যুবক ।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী , প্রায় মাস খানেক আগে এক যুবক যাতায়াতের সুবিধার জন্য তার মালিকের কাছ থেকে একটি স্কুটার নিয়েছিলেন । কিন্তু কিছুদিন পর তিনি কাজে আসা বন্ধ করে দেন । মালিক তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যুবক ফোন নম্বর পর্যন্ত ব্লক করে দেয় ।

এই ঘটনায় বিরক্ত হয়ে স্কুটার মালিক গত সপ্তাহে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ।
মঙ্গলবার রাতে ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত যুবক সৌরভ ঘোষকে শিলিগুড়ির সেবক রোড এলাকা থেকে গ্রেপ্তার করে ।

তার কাছ থেকে চুরি যাওয়া স্কুটারটিও উদ্ধার করেছে পুলিশ। ধৃত অভিযুক্তকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয়।
পুলিশ তদন্ত করে দেখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version