Khabar Samay Bangla Blog ঘটনা Investigation : ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনজীবী অরুণ মিশ্রের
ঘটনা

Investigation : ট্রেনের ধাক্কায় মৃত্যু আইনজীবী অরুণ মিশ্রের

শিলিগুড়ি , ১৮ সেপ্টেম্বর : রাঙাপানি রেল স্টেশন সংলগ্ন ভতন জোত এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র (৫৫) এর । তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা ছিলেন | দীর্ঘদিন ধরে শিলিগুড়ি আদালতে প্র্যাকটিস করতেন । তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ।

পুলিশ সূত্রে খবর , বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির ওই এলাকায় চলে যান। কিছুক্ষণ পরই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার । খবর পেয়ে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ । দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

অরুণবাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির আইন মহলে । খবর শুনেই তার সহকর্মীরা ঘটনাস্থলে আসেন । পরিবারের সদস্যরাও পৌঁছে শোকে ভেঙে পড়েন । তার সহকর্মী আইনজীবী জানান , তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং অভিজ্ঞ পেশাজীবী । দীর্ঘদিন ধরে আদালতের বিভিন্ন মামলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি।

রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান , এটি আত্মহত্যা হতে পারে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল , তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আইনজীবীর এই অকাল মৃত্যুতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন গভীর শোকপ্রকাশ করেছে । সহকর্মীদের দাবি , ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপে ছিলেন কি না , তা খতিয়ে দেখা উচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version