Khabar Samay Bangla Blog অপরাধ Theft : ঘরের ছাউনির টিন কেটে দুঃসাহসিক চুরি !
অপরাধ

Theft : ঘরের ছাউনির টিন কেটে দুঃসাহসিক চুরি !

শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : ঘর ফাঁকা থাকায় চুরি গেল সোনার অলংকার ও নগদ অর্থ | ঘরের ছাউনির টিন কেটে দুঃসাহসিক চুরি । খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন গৌরসিংজোতের ঘটনা

শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে সপরিবারে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা উত্তম রায় । শনিবার সকালে বাড়ি ফিরে তালা খুলতেই অবাক হয়ে যান উত্তম বাবু । বাড়ির টিনের ছাউনি কেটে ঘরে ঢুকেছে চোর ।

৩ টি ঘর ও বাড়ির দোকান তছনছ করে নিয়ে গিয়েছে প্রায় ২৮ হাজার টাকা ও ৫ আনা সোনার অলংকার । খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায় । নেশার জন্য এমন ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা বলে অনুমান বাড়ির মালিকের। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version