Khabar Samay Bangla Blog অপরাধ Crime : অনুপ্রবেশে সাহায্যকারী লিংকম্যান পুলিশের জালে
অপরাধ

Crime : অনুপ্রবেশে সাহায্যকারী লিংকম্যান পুলিশের জালে

শিলিগুড়ি , ২২ ফেব্রুয়ারী : অর্থের বিনিময়ে বাংলাদেশীদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোই তার মূল কাজ । এনজেপি থানার পুলিশের হাতে মূল “লিংকম্যান” বিপুল অধিকারী ।

গত ২৩ জানুয়ারী ফুলবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে । শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির আমাইদিঘি থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । যার মধ্যে একজনের নাম আতাউর রহমান । আতাউর বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার মাধবপুরের বাসিন্দা । অপরজন আতাউরের আত্মীয় ফিরদৌস আলম । ফিরদৌসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ।

ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয় হাইড্রোলিক কাটার সহ একাধিক তার কাটার সরঞ্জাম । এরপর ধৃতদের পুলিশী রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয় | পুলিশ জানতে পারে বিপুল অধিকারী হলদিবাড়ির মানিকগঞ্জ এর অধিকারী পাড়ার বাসিন্দা ।পুলিশ জানতে পারে বিপুল অধিকারী দুই বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ভারতে আসতে সাহায্য করেছে ।

দীর্ঘ প্রায় একমাস তল্লাশির পর অবশেষে শুক্রবার সেই লিংকম্যান বিপুল অধিকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এনজেপি থানা পুলিশ ।

ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version