শিলিগুড়ি , ২০ ডিসেম্বর : অপরাধমূলক কাজ সংগঠিত করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ছয় | শিলিগুড়ির পি সি মিত্তাল বাস টার্মিনাসের সামনে জড়ো হয়েছিল ১০-১২ জন দুষ্কৃতী । পুলিশের কাছে খবর আসতেই অভিযান |
ধারালো অস্ত্র নিয়ে অপরাধমূলক কাজের উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল ১০ থেকে ১২ জনের একটি দল । ভক্তিনগর পুলিশের অভিযানের খবর পেয়ে বেশ কিছু দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও ছয় জন দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।
ধৃতদের নাম নেপাল রাজবংশী , তাপস দাস , পরিমল রায় , সুব্রত সরকার , মহম্মদ ইসমাইল , বাপ্পি মাহাতো । ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে ।
তাদেরকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে ভক্তিনগর পুলিশ ।
