December 22, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ দেশ

Theft : বাংলাদেশী পর্যটকদের সর্বস্ব চুরি !

শিলিগুড়ি , ২৬ নভেম্বর : বাংলাদেশ থেকে ঘুরতে এসে চলন্ত ট্রেনে পর্যটকের ব্যাগ থেকে টাকা সহ সোনার অলঙ্কার ছিনতাই । ঘটনার পর থেকে আতঙ্কে দুই বাংলাদেশী পর্যটক । চলতি মাসে ২৩ তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশী পর্যটক ।

গত ২৪ তারিখ রাতে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও সিকিম ভ্রমণের উদ্দেশ্যে শিলিগুড়িতে আসছিলেন তারা | অভিযোগ , ওই ট্রেনেই অচেনা দু’জন তাদের চা খেতে দেন । চা খাওয়ার পরই জ্ঞান হারান তারা । এরপর জ্ঞান ফিরে দেখতে পান তারা হাসপাতালে রয়েছেন ।

পরবর্তীতে শিলিগুড়ি জংশন জিআরপিতে অভিযোগ দায়ের করেন তারা । যদিও জিআরপি তাদের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন বাংলাদেশী পর্যটক ইয়ানা । বর্তমানে কিভাবে নিজের দেশে ফিরবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *