September 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : চুরির কিনারা , গ্রেপ্তার অভিযুক্ত

শিলিগুড়ি , ২৯ জানুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ীর একটি বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিশ । গত ১৭ জানুয়ারী ফুলবাড়ী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে ।

বাড়ির মালিক মিঠু সাহা এবং তার পরিবারকে নিয়ে বিহারে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যান। বাড়ি ফাঁকা থাকায় বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। বাড়ি ফিরে এসে দেখতে পান বাড়িতে চুরি হয়েছে । আশি হাজার নগদ টাকা সহ চার লক্ষ টাকার সোনার জিনিস চুরি গিয়েছে ।

নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সাহা পরিবারের তরফে । এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে শনিবার পশ্চিম ধানতলা থেকে অভিযুক্ত অজয় মণ্ডল কে গ্রেপ্তার করে পুলিশ । ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের অভিযোগ রয়েছে বলে জানা যায়। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *