Theft : টোটো চুরি চক্রের তিন পান্ডা পুলিশের জালে
শিলিগুড়ি , ২৩ জানুয়ারী : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে চারটি টোটো উদ্ধার হয় , ৩ অভিযুক্ত গ্রেপ্তার । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ৩ ডিসেম্বর অবিনাশ মণ্ডল নামে এক ব্যক্তির একটি টোটো চুরি হয়েছিল । নিউ জলপাইগুড়ি থানায় টোটো চুরির অভিযোগ দায়ের করার পরে , অ্যান্টি ক্রাইম উইং […]