September 20, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Toto : টোটোর সংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতে বিশেষ উদ্যোগ

শিলিগুড়ি , ২০ সেপ্টেম্বর : না রয়েছে কোন রেজিস্ট্রেশন না কোন মেনটেনেন্স , দুর্ঘটনা ঘটছে এবং শহর জুড়ে বাড়ছে যানজট । এমন অভিযোগ জমা পড়েছে রাজ্যের শীর্ষ কর্তাদের কাছে | তাই এবার রাজ্য জুড়ে টোটো এর উপর নিয়ন্ত্রণ আনতে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর ।


শুধু শিলিগুড়ি নয় রাজ্য জুড়ে বেড়েছে টোটোর উপর নিয়ন্ত্রণ আনতে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নম্বরবিহীন টোটো শহরের মূল সড়ক গুলিতে চলতে পারবে না যে সমস্ত টোটো মূল সড়কে চলবে তাদেরও রুট ডিভাইড করা থেকে শুরু করে নানা প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে । কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে শহরের মূল সড়ক গুলিতে রমরমিয়ে চলছে সমস্ত ধরণের টোটো ।


তাই এবার রাজ্য জুড়ে বাড়তি টোটোর সংখ্যার উপর নিয়ন্ত্রণ আনতে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর ।

রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর জানিয়েছেন খুব শীঘ্রই টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হবে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে। এতে যেমন টোটোর গতিবিধির ওপর নিয়ন্ত্রণ আনা যাবে | ঠিক তেমনি যানজটের সংখ্যাও কমবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ।

পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত টোটো চালক টোটো চালিয়ে নিজের সংসার চালাচ্ছে তাদেরও যেন কোনো ক্ষতি না হয় সেদিকে ও নজর রাখা হবে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *