Theft : সারা সপ্তাহের মজুরি নিয়ে চম্পট চোরের !
শিলিগুড়ি , ২ মে : সারা সপ্তাহ কাজ করে ১২০০ টাকা পেয়েছিলেন , রাতে সেই টাকা স্ত্রীয়ের হাতে তুলে দিয়েছিলেন স্বামী।রাতেই সেই টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা । সারাদিন পর রাতে শান্তির ঘুম দিয়েছিলেন আর এই সুযোগকেই কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা করে দিল চোরের দল ।দিনভর হাড়ভাঙ্গা খাটুনির পর নিজের ঘরে একটু স্বস্তিতে ঘুমাতেও পারেন না […]