Court : লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার
শিলিগুড়ি , ১৬ সেপ্টেম্বর : গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি ট্রেলার গাড়ির কেবিন থেকে প্রায় ৯৫ কেজি গাঁজা সহ গাড়ীর চালককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া থানার পুলিশ । আলিপুরদুয়ার জেলার বারোবিশা থেকে বর্ধমান জেলার পানাগর নিয়ে যাওয়া হচ্ছিল ওই গাঁজা । এদিন জালাস অঞ্চলের ফুলবাড়ী ঘোষপুকুর ২৭ নম্বর জাতীয় সড়কে একটি নাগাল্যান্ড নম্বরের ট্রেলার […]