Crime : শরীরে বাঁধা ছিল গাঁজার প্যাকেট , গ্রেপ্তার তিন
শিলিগুড়ি , ১৯ জানুয়ারী : গাঁজা সহ তিন যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ । ধৃতদের নাম আকাশ শিকদার , বিজয় মন্ডল এবং রাহুল ঘোষ । ধৃতরা দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা । গোপন সূত্রে খবরের ভিত্তিতে শনিবার রাতে প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন যুবককে আটক করে । তল্লাশি চালাতেই তাদের […]