শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : ফুল পঞ্জাব ট্রাকের কেবিনের গোপন চেম্বার থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার গাঁজা গ্রেপ্তার এক ।
পুলিশের কাছে খবর ছিল যে একটি ফুল পাঞ্জাব ট্রাকের কেবিনের মধ্যে গোপন চেম্বারে মাদক পাচার হচ্ছে । সেইমতো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ওতপেতে ফুলবাড়ি ক্যানেল রোডে অপেক্ষা করছিল ।
সেই মতো বুধবার দুপুর দুটো নাগাদ ফুলবাড়ির ছোভাভিটা এলাকায় একটি তামিলনাড়ু নম্বরের ফুল পঞ্জাব ট্রাক ক্যানেল রোড ধরে যাওয়ার সময় তাকে আটক করে এনজেপি থানার পুলিশ । চালককে জিজ্ঞাসাবাদ করতেই উঠে এলো আসল রহস্য।
ট্রাকের কেবিন থেকে মিলল প্রায় দু কুইন্টাল গাঁজা , যার বাজার মূল্য লক্ষাধিক টাকা । গ্রেপ্তার করা হয় গাড়ি চালক পরিমলকে । চালকের বাড়ি অন্ধ্রপ্রদেশ । কোচবিহার থেকে গাঁজা গুলি কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ।
এসিপি রবিন থাপার উপস্থিতিতে সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন হয় । পাচার কাজে ব্যবহৃত ট্রাকটিকে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয় । ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে ।

