Forest : লোকালয় থেকে উদ্ধার ১২ ফুটের কিংকোবরা
জলপাইগুড়ি,১ ডিসেম্বর : লোকালয়ে কিংকোবরা,ময়নাগুড়ি থেকে উদ্ধার ১২ ফুটের সাপ | জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের রামশাই বারহাতি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয় ।স্থানীয় সূত্রে জানা যায় , এদিন সকালে এলাকার বাসিন্দারা প্রথমে সাপটিকে দেখতে পান। স্বাভাবিকভাবেই বিশাল বিষধর সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়রা দ্রুত রামশাই মোবাইল স্কোয়াডে খবর দেন ।খবর পেয়ে রামশাই […]
