Police : রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের !
শিলিগুড়ি , ২ ডিসেম্বর : শিলিগুড়িতে রহস্যজনক মৃত্যু এক যুবকের । মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)।মৃত যুবকের বাড়ি শিলিগুড়ির ডাঙ্গীপাড়া এলাকায়। গতকাল রাত একটা নাগাদ ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ফ্লাইওভারের কাছ থেকে । শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং এর টহলদারি ভ্যানের নজরে পড়ে তার দেহ । এরপর দ্রুত […]
