শিলিগুড়ি , ১৭ নভেম্বর : এনজেপি স্টেশন সংলগ্ন একটি হোটেল থেকে সম্প্রতি এক মহিলার দেহ উদ্ধার হয় | ঘটনায় সরগোল পরে যায় | সেই ঘটনার তদন্তে নেমে নতুন রহস্যের উন্মোচন |
রহস্যের অবসান হলেও , নতুন প্রশ্নের সামনে দাঁড়িয়ে তদন্তকারীরা । নিউ জলপাইগুড়ি সংলগ্ন একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হওয়া মহিলার পরিচয় পাওয়ার পর হোটেলের রেজিস্টারে নিজের নাম ‘পুজা দাস’ লিখলেও , তদন্তে প্রকাশ পায় তার আসল নাম সাবি কুমারি | বাড়ি বিহারের কাটিহার জেলায় । বিয়ে হয়েছিল কুমেদপুরের মাড়া পাড়ায়।
পরিবার সূত্রে জানা গেছিল সাবি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বেরিয়েছিলেন। এরপর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল ২০ অক্টোবর । তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ।
এরপর কুমেদপুর থানার মাধ্যমে খবর পৌঁছনোর পর মৃতার পরিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এসে দেহ শনাক্ত করেন । সমস্ত সরকারি নিয়ম মেনে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
হোটেলে সাবির সঙ্গে থাকা রহস্যময় সঙ্গীকে অবশেষে চিহ্নিত করেছে পুলিশ । তার নাম চেতনারায়ন দাস ওরফে প্রেম (২৯) | বাবার নাম পঞ্চানন্দ দাস , বাড়ি বিহারের পুয়াল এলাকায়। তাকে ইতিমধ্যেই এনজেপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে । তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য মহিলার সন্তানের এখনও কোনও হদিশ নেই ।
পুলিশ জানিয়েছে , চেতনারায়নকে জেরা করে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে ।

