শিলিগুড়ি , ১৮ নভেম্বর : মহিলার মৃতদেহ আজ উদ্ধার হয়েছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে।
নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে অসুস্থ বোধ করছিলেন এক মহিলা । স্টেশনেই মৃত্যু হয় তার ।
মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ।
মহিলার মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে জিআরপি ।
আজ সকাল দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের ওয়েটিং রুমে এক মহিলা অসুস্থ হয়ে পড়েন | সেই খবর পেয়ে জিআরপি এবং আরপিএফ চিকিৎসককে নিয়ে ঘটনাস্থলে যায় |
চিকিৎসক দেখে তাকে মৃত বলে ঘোষণা করে ।
মহিলার দেহ হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় স্টেশনের বাইরে । জিআরপি ঘটনার তদন্ত শুরু করে এবং ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে । কিন্তু ওই মহিলার কাছে কোন ট্রেনের টিকিট বা কোন নথি মেলেনি। মহিলার দেহ পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য।
মহিলার পরনে ছিল সবুজ রঙের একটি চুড়িদার এবং লাল রঙের একটি চুরিদারের প্যান্ট। মহিলার কাছে ছিল একটি কালো স্কুলব্যাগ। ওই ব্যাগে আরও পোশাক ছিল।
বর্তমানে মহিলার দেহ রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ।

