Police : বাড়িতে স্বপরিবরে থেকেও টের পেলেন না কেউ , নগদ ও মূল্যবান সামগ্রী চুরি
শিলিগুড়ি , ২৫ জুন : ফের চুরির ঘটনা শিলিগুড়িতে । শিলিগুড়ি শহরের সুকান্ত পল্লী এলাকায় নেশা জাতীয় স্প্রে ব্যবহার করে দুঃসাহসিক চুরির ঘটনায় চমকে উঠেছেন স্থানীয় বাসিন্দারা । শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সুকান্ত পল্লীর বাসিন্দা সুনীল কুমার সিং-এর বাড়িতে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ , দুষ্কৃতীরা প্রথমে বাড়ির সদস্যদের অচেতন করতে মাদক ব্যবহার […]