Accident : বিহার থেকে শিলিগুড়ি এসে গো কার্ট রেসিং করতে গিয়ে বিপত্তি !
শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : বিহার থেকে শিলিগুড়ি এসে গো কার্ট রেসিং করতে গিয়ে বিপত্তি । গতকাল স্কুল ট্রিপ বিহার থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় বিহারের এক স্কুলের বেশকিছু পড়ুয়া এবং তাদের অভিভাবক হিসেবে এসে পৌঁছায় সেই স্কুলের দু থেকে চার জন শিক্ষক-শিক্ষিকা । তাদের মধ্যেই এক শিক্ষিকার কন্যা সন্তানও ছিল এই স্কুল ট্রিপের অংশীদার । […]