December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Drug : বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৪ অক্টোবর : বিহারে পাচারের আগে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । আটক করা হয়েছে পাচারের কাজে ব্যবহার করা একটি চারচাকার গাড়ি ।

কোচবিহারের বাসিন্দা আইনুল মিয়াঁ , কোচবিহারের দেওয়ান হাট থেকে প্রায় ৩৭ কিলো গাঁজা একটি চারচাকা গাড়িতে নিয়ে পাচারের উদ্যশ্য বিহার নিয়ে যাচ্ছিল ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ ফুলবাড়িতে পাচারকারীকে আটক করার জন্য ওত পেতে থাকে ।

সেই মতো বুধবার সন্ধ্যায় গাড়িটি ফুলবাড়ি এলে তাকে আটক করে তল্লাশী চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় তিনটি প্যাকেটে প্রায় ৩৭কিলো গাঁজা । গ্রেপ্তার করা হয় আইনুল মিয়াঁকে।
বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *