Police : অনলাইন দোকানের আড়ালে জাল জন্ম শংসাপত্র তৈরি , গ্রেপ্তার
শিলিগুড়ি , ১৩ নভেম্বর : খড়িবাড়ির পর এবার শিলিগুড়ি মহকুমা বিধাননগরে জাল জন্ম ও মৃত্যু শংসাপত্র চক্রের হদিস মিলল | বিধান নগর থেকে গ্রেপ্তার এক যুবক | ধৃতের সুব্রত ঘোষ ওরফে লিটন । সে বিধাননগরের শান্তিপাড়া এলাকার বাসিন্দা । যদিও দীর্ঘ চার বছর ধরে সে পাইকপাড়া এলাকায় অনলাইনের দোকান চালাচ্ছিল । বুধবার রাতে গোপন সূত্রের […]
