শিলিগুড়ি , ২৪ মে : গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানা পুলিশ । সেখান থেকে একটি বালি বোঝাই ট্রাক আটক করে তল্লাশি চালায় । চালকের কাছে বৈধ কাগজ ছিল না |
সেই সময় চালককে গ্রেপ্তার করে পুলিশ । বালি বোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে। ধৃতের নাম ফুলকুমার বর্মন (৩২)। বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বালি বোঝাই ট্রাকটি উত্তর দিনাজপুরে বালি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল । শনিবার ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয় ।