Alipurduar : ভবিষ্যৎ অনিশ্চয়তায় জাতীয় উদ্যানের অস্থায়ী কর্মীরা
আলিপুরদুয়ার , ২৫ ডিসেম্বর : বড়দিনের দিন আন্দোলনে জলদাপাড়া জাতীয় উদ্যানের মাহুত , পাতাওয়ালা ও অস্থায়ী বনকর্মীরা । যারা জঙ্গল রক্ষা করে , হাতির মুখে খাবার তুলে দেয় ,পাশাপাশি হাতির দেখভাল করে , বন দপ্তরের সেই সমস্ত অস্থায়ী কর্মীরা নিজেদের ভবিষ্যৎ এক প্রকার অন্ধকার দেখছেন। দীর্ঘদিন ধরে এই কাজে নিয়োজিত থাকলেও তাদের বেতন বাড়েনি এক […]