November 22, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Treatment : মুখ্যমন্ত্রীর হাঁটুতে সফল অস্ত্রোপচার ,পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি , ৭ জুলাই : হাঁটু থেকে বের হল ফ্লুইড , বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন মুখ্যমন্ত্রী |

মুখ্যমন্ত্রীর হাঁটুতে সফল অস্ত্রোপচার । হাঁটুতে জমা ফ্লুইড বের করলেন চিকিৎসকরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তা শোনেননি। সেই মতো সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এসএসকেএম থেকে হুইলচেয়ারে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে প্লাস্টার। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী । শুধুমাত্র হাত দেখিয়ে সবাইকে আশ্বস্ত করেন তিনি । চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক , ছিলেন আরও বেশ কয়েকজন চিকিত্সক ।

এদিন সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুপুরেই এসএসকেএমে পৌঁছে যান তিনি । মুখ্যমন্ত্রীকে ধরে গাড়িতে তুলে দেন অভিষেক । এমনকি তার গাড়ি ছেড়ে মুখ্যমন্ত্রীর গাড়িতেই উঠে বসেন । হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটতে নিষেধ করা হয়েছে । শুধু তাই নয় , বেশ কিছুদিন বিধি-নিষেধ মমতা বন্দ্যোপাধ্যায়কে মানতে হবে বলে জানা যাচ্ছে । এমনকি চিকিৎসকরাও কালীঘাটে বাড়িতে গিয়ে প্রত্যেকদিন তাকে দেখবেন বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *