October 11, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : বাংলা গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী মমতা : শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি , ৭ অক্টোবর : পশ্চিমবঙ্গ গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হল মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি ।

আজ কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান তিনি । সেখান থেকে সড়ক পথে কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সঙ্গে মিরিকের সৌরেনিতে ধস কবলিত এলাকা পরিদর্শনে যান তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে দার্জিলিং জেলার মিরিকের ধস কবলিত এলাকা পরিদর্শনে যান তারা । সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়বাসীদের সঙ্গে দেখা করেন তারা । কিন্তু তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর নাগরাকাটায় আক্রমণের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যেত আইনশৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বলেন , “গুন্ডাদের রাজ্য আর গুন্ডাদের নেত্রী হল মমতা বন্দ্যোপাধ্যায় । যেভাবে সাংসদ ও বিধায়কদের উপর আক্রমণ হয়েছে তা গণতন্ত্রর পক্ষে , শান্তির পক্ষে , সংসদীয় ব্যবস্থার পক্ষে খুব বিপজ্জনক। উলটে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার নির্দেশ দেননি । তিনি নিন্দা করেননি। উলটে বলেছেন এসব হিংসা যাতে আর না হয়।

আমি তো শুনেছি উদয়ন গুহকে ডবল কাপ চা খাইয়েছেন । কোচবিহারের খাগরাবাড়ি আর কালকের ঘটনা ঘটিয়েছে তাই । উনি বাহবা দিয়েছেন। গোটা দেশ ঘোর নিন্দা করেছে ওই ঘটনার। প্রধানমন্ত্রী যা যা বলেছেন ঠিক বলেছেন। খগেন মুর্মু একজন সাংসদ, একজন আদিবাসী নেতা। তার উপর প্রানঘাতী হামলা হয়েছে ।

শঙ্কর ঘোষ একজন শিক্ষক। তাকে জুতো দিয়ে মারা হয়েছে। এদের কী শিক্ষা আছে ? কাল রাতে এফআইআর হয়েছে । একজনও গ্রেপ্তার হয়নি।

পুলিশের পদক্ষেপের অপেক্ষা করছি। যদি পুলিশ পদক্ষেপ না করে তবে যা করার করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *