Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ BJP : মুখ্যমন্ত্রী “চোরেদের রানী” : শুভেন্দু অধিকারী
উত্তরবঙ্গ রাজনীতি

BJP : মুখ্যমন্ত্রী “চোরেদের রানী” : শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি , ২১ জুলাই : “চোরেদের রানী” বলে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীকে শুভেন্দু অধিকারীর ।


উত্তরবঙ্গের বঞ্চনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চুনাভাটি এলাকায় বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ও সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন , “চোরেদের রানী হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চের সামনে কয়েক হাজার রোহিঙ্গা , তোলাবাজ আর চোর দাঁড় করিয়ে তিনি বক্তৃতা দিচ্ছেন।”

তিনি আরও বলেন , রাজ্য সরকারের ভুয়ো কর্মসংস্থান নীতির ফলেই আজ ২ কোটির ও বেশি যুবক বেকার।
“পিসি মনি বলেন , সবাইকে কাজ দিয়েছেন | তাহলে ২ কোটি বেকার কোথা থেকে এল ? কোনও জবাব নেই । চ্যালেঞ্জ করছি , আগামী ২৬ এর নির্বাচনে আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব ,”।

উত্তরবঙ্গের উন্নয়নে বিহারের আদলে SIR (Special Industrial Region) গঠনের দাবি তোলেন তিনি। একইসঙ্গে জানিয়ে দেন ,
“বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তুলতে দেব না। ভারতীয় মুসলিমদের কোনও সমস্যা নেই।”

সভা থেকে শুভেন্দু ঘোষণা করেন , আগামী ৪ আগস্ট তিনি ৬৫ জন বিধায়ককে সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযানে আসবেন।
তিনি কোচবিহার প্রসঙ্গে নিশীথ প্রামাণিককে নিয়ে বলেন , “তাঁকে জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে যেতে দেওয়া হয়নি। তাই এবার আমরাও উত্তরকন্যায় এসে জবাব দেব।”

রাজ্য জুড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে আন্দোলনের বার্তা দিয়ে উত্তরবঙ্গ থেকে বিজেপি তাদের রাজনৈতিক লড়াইয়ের নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version