Khabar Samay Bangla Blog অপরাধ Corporation : ‘প্ল্যানেট মল’এ বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান
অপরাধ ঘটনা

Corporation : ‘প্ল্যানেট মল’এ বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান

শিলিগুড়ি , ২২ জুলাই : শহরের বুকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম । সোমবার সকাল থেকে সেবক রোডস্থিত ‘প্ল্যানেট মল’-এ অভিযান চালিয়ে ভেঙে ফেলা হল বেআইনি লিফট ও একাধিক স্টল । অভিযানে ব্যবহার করা হয় পুরনিগমের আর্থ মুভার।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে , এই শপিং মলের নির্মাণ পরিকল্পনায় (বিল্ডিং প্ল্যান) লিফট কিংবা অতিরিক্ত স্টলের কোনও উল্লেখ ছিল না । অভিযোগ পেয়ে মলটির নকশা যাচাই করে পুরনিগম নিশ্চিত হয় যে নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গ করা হয়েছে ।

এরপরই স্থির হয় , অবৈধভাবে তৈরি অংশ ভেঙে ফেলা হবে । সেই অনুযায়ী এদিন পুরনিগমের ইঞ্জিনিয়ার , ইনফোর্সমেন্ট টিম ও সিভিক কর্মীদের উপস্থিতিতে অভিযান শুরু হয় । প্রথমেই ভেঙে ফেলা হয় লিফট ও আশপাশের অস্থায়ী দোকান ।

পুরনিগমের এক আধিকারিক জানান , “বিল্ডিং প্ল্যান না মেনে কোনওরকম নির্মাণ শহরের নিরাপত্তা ও আইনি পরিকাঠামোর পরিপন্থী । তারা এর আগেই নোটিশ দিয়েছিলেন . কোনও সদুত্তর না পাওয়ায় আজকের এই পদক্ষেপ।”

অভিযান চলাকালীন কিছু ব্যবসায়ী আপত্তি জানালেও প্রশাসন জানিয়ে দেয় আইনের বাইরে গিয়ে নির্মাণ হলে কোনও স্থাপনা রেহাই পাবে না । এই পদক্ষেপে শিলিগুড়ি পুরনিগমের তরফে অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে কড়া বার্তা দেওয়া হয়েছে , তা পরিষ্কার বলেই মনে করছেন শহরবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version