শিলিগুড়ি , ১ এপ্রিল : মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের পর বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আহতদের দেখতে জলপাইগুড়িতে এলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
সোমবার দুপুরে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে আহতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু । কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও ।
বিধ্বংসী এই ঝড়ের পর রবিবার গভীর রাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে আসার বিষয় নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন , বিষয়টির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
এনডিআরএফ বাহিনী আহতদের উদ্ধার করে ত্রাণ পৌঁছে দিয়েছেন । তিনটি গ্রামের ৮০০ টিনের বাড়ি ধ্বংস হয়েছে ।